Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Super Important GK Quiz in Bengali Part 07 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।
Super Important GK
০১. কোন রাজ্য পূর্বে নেফা নামে পরিচিত ছিল ?
ঊত্তর :- অরুণাচল প্রদেশ
০২. তিন বিঘা করিডর ভারতকে কোন দেশের সাথে যুক্ত করেছে – ?
ঊত্তর :- বাংলাদেশ
০৩. কোন নদী নাসিক থেকে উৎপত্তি লাভ করেছে ?
ঊত্তর :- গোদাবরী
০৪. মেত্তুর ওয়াটার রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত ?
ঊত্তর :- তামিলনাড়ু
০৫. কেরলের মুল্লাপেরিয়ার বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
ঊত্তর :- পেন্নার
০৬. শ্রী শৈলেম বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ঊত্তর :- অন্ধ্রপ্রদেশ
০৭. বিজয়ওয়াড়া – শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
ঊত্তর :- কৃষ্ণা
০৮. বারেইলি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
ঊত্তর :- রামগঙ্গা
০৯. মাদ্রাস এটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয় – ?
ঊত্তর :- 1984
১০. নেপানগর কোনটির উৎপাদনের জন্য বিখ্যাত – ?
ঊত্তর :- নিউজপ্রিন্ট
১১. ভারতের কোথায় কমার্শিয়াল স্কেলে আঙুর চাষ করা হয় ?
ঊত্তর :- পার্বতী উপত্যকা
১২. পাট মূলত কোন রাজ্যে অধিক উৎপাদিত হয় – ?
ঊত্তর :- পশ্চিমবঙ্গ
১৩. কোন রাজ্যের উৎপাদিত প্রধান ফসলগুলির মধ্যে অন্যতম হলো আখ উৎপাদন ?
ঊত্তর :- উত্তর প্রদেশ
১৪. কোন রাজ্যে রাসায়নিক সারের সর্বোচ্চ ব্যবহার দেখা যায় ?
ঊত্তর :- পাঞ্জাব
১৫. ভারতে সবথেকে বেশি পরিমাণে তুলা উৎপাদিত হয় কোন রাজ্যে – ?
ঊত্তর :- পাঞ্জাব
১৬. দানসাগর – গ্রন্থের রচয়িতা কে ?
ঊত্তর :- বল্লাল সেন
১৭. কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত – ?
ঊত্তর :- মায়ানমার
১৮. ভারতীয় রেলওয়ে হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখল ?
ঊত্তর :- নেতাজি এক্সপ্রেস
১৯. ভারতে কোন নদী দুইবার কর্কটক্রান্তি রেখাকে ছেদ করেছে ?
ঊত্তর :- মাহী
২০. ভারতের কোন রাজ্যে প্রথম অকংগ্রেসী সরকার গঠিত হয়েছিল ?
ঊত্তর :- কেরালা
২১. ভারতের জাতীয় প্রতীক এর নিচে জাতীয় লক্ষ্য হিসেবে কি লেখা রয়েছে ?
ঊত্তর :- সত্যমেব জয়তে
২২. বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত – ?
ঊত্তর :- টাইগ্রিস
২৩. পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
ঊত্তর :- উত্তর প্রদেশ
২৪. River of Death – কোন নদীকে বলা হয় ?
ঊত্তর :- শায়ক
২৫. স্বাধীনতার পর গুজরাট রাজ্যে গড়ে ওঠা প্রথম বন্দর ?
ঊত্তর :- কান্ডলা
আগের পর্ব: