Mixed জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-০১

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Mixed GK Question &Answers in Bengali Part 01 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।

Mixed GK

1. বহিষ্কৃত হিতকর্নী সভা – কে প্রতিষ্ঠা করেন – ?
উত্তর :: বি আর আম্বেদকর

2. ভারতের বৃদ্ধতম শ্লথ ভাল্লুক যেটি সম্প্রতি প্রয়াত হলো তার নাম কি – ?
উত্তর :: গুলাবো

3. জাম-ই-জামশেদ সংবাদপত্র টি কবে প্রকাশিত হয় ?
উত্তর :: 1831

4. ভারত ও ইংল্যান্ডের মধ্যে অবস্থিত ইলেকট্রিক টেলিগ্রাফ কেবিল জলের অভ্যন্তরে কবে স্থাপন করা হয়েছিল – ?
উত্তর :: 1870

5. দুধু মিঞার আসল নাম কি ছিল ?
উত্তর :: মূহসিনুদ্দিন আহমেদ

6. গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর :: 5 মার্চ 1931

7. মোহিনী আট্টম নৃত্যটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য – ?
উত্তর :: কেরল

8. অর্ধবার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন কে প্রকাশ করে ?
উত্তর :: ভারতীয় রিজার্ভ ব্যাংক

9. কুচিপুরী কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?
উত্তর :: অন্ধ্রপ্রদেশ

10. ভারতের অর্থনীতি প্রসঙ্গে টারশিয়ারী সেক্টরের অধীনে কোন বিষয়টি রয়েছে – ?
উত্তর :: স্বাস্থ্য

11. Tee Par Flagstick – কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর :: গল্ফ

12. রায়তওয়ারি ব্যবস্থার বাস্তবায়ন হয় কোন সালে ?
উত্তর :: 1820

13. প্রথম প্যারা অলিম্পিক ক্রীড়া _ অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :: 1960 রোম ইতালিতে

14. নিম্নের কোন খেলার সঙ্গে পঙ্কজ আদভানি সম্পর্কিত – ?
উত্তর :: বিলিয়ার্ডস

15. _ হলো ভারতের সবচেয়ে উত্তরে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল ?
উত্তর :: লাদাখ

16. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণার অনুপ্রেরণা কোন দেশ থেকে প্রাপ্ত – ?
উত্তর :: আমেরিকা

17. হিমালয় নামের অর্থ _ এর আবাসস্থল ?
উত্তর :: হিম

18. ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয় নিয়ে আলোচনা হয় – ?
উত্তর :: মৌলিক অধিকার

19. ধূসর বিপ্লব _ এর সঙ্গে সম্পর্কিত ?
উত্তর :: সার

20. ভারতে __ সাধারণত জোয়ার বন নামে পরিচিত – ?
উত্তর :: জলাভূমি

21. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন – ?
উত্তর :: হরভজন সিং

22. প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান – ?
উত্তর :: অমৃতা প্রীতম

23. AICTE এর পুরো কথা কি ?
উত্তর :: অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন

24. নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন – ?
উত্তর :: লাক্ষাদ্বীপ

25. মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
উত্তর :: Numismatics

26. নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর সবচেয়ে পুরানো এবং গভীরতম স্বাদু জলের হ্রদ ?
উত্তর :: বৈকাল

27. আয়করের সঙ্গে জড়িত PAN CARD এর PAN এর পুরো কথা কি – ?
উত্তর :: Permanent Account Number

28. গ্রেট ব্যারিয়ার রিফ হল – ?
উত্তর :: প্রবাল সংগঠন

29. ব্রাজিলের রাজধানী হলো – ?
উত্তর :: ব্রাসিলিয়া

30. কোনটি ভারতের সবচেয়ে পুরানো পত্রিকা – ?
উত্তর :: ক্যালকাটা রিভিউ

31. নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ?
উত্তর :: ভেনেজুয়েলা

32. প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান ?
উত্তর :: অভিনব বিন্দ্রা

33. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলে – ?
উত্তর :: Pisciculture

34. পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো – ?
উত্তর :: ক্যাসপিয়ান সাগর

35. ফ্রান্সের রাজধানী হলো – ?
উত্তর :: প্যারিস

36. হেলসিঙ্কি কোন দেশের রাজধানী – ?
উত্তর :: ফিনল্যান্ড

37. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ?
উত্তর :: সরোজিনী নাইডু

38. নিম্নের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় ?
উত্তর :: বুদ্ধ

39. আমেরিকা যুক্তরাষ্ট্র কতৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি ?
উত্তর :: লিটল বয়

40. প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন – ?
উত্তর :: আশাপূর্ণা দেবী

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!