Important GK Question & Answers in Bengali Part 03

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Important GK Question & Answers in Bengali Part 03 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।

Important GK

01.ওজস ডেল স্যালাডো নামক আগ্নেয়গিরি টি কোন দেশে অবস্থিত ?
ঊত্তর :- চিলি

02.কোন রাজ্য 7 পিন কোডের অন্তর্ভুক্ত ?
ঊত্তর :- ওড়িশা ও পশ্চিমবঙ্গ উভয়ই

03.জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত – ?
ঊত্তর :- কলকাতা

04.ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি নিম্নের কোথায় অবস্থিত ?
ঊত্তর :- রুরকি

05.কবিকঙ্কন নামে নিম্নের কে পরিচিত ছিলেন – ?
ঊত্তর :- মুকুন্দরাম চক্রবর্তী

06. কোন লেখকের ছদ্মনাম ছিল ভ্রমর – ?
ঊত্তর :- সমরেশ বসু

07. টুনটুনির গল্প – কার লেখা ?
ঊত্তর :- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

08. প্রথম ভারতীয় ইংরেজি উপন্যাস – রাজমোহনস ওয়াইফ – কার লেখা ?
ঊত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

09. My Autobiography – কোন বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী ?
ঊত্তর :- চার্লি চ্যাপলিন

10. হাজারী ঠাকুর সত্যচরণ প্রভৃতি চরিত্রের স্রষ্টা কে – ?
ঊত্তর :- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

11. জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী রূপে কাজ করে ?
ঊত্তর :- হরমোন

12. ACTH হরমোনের বেশি ক্ষরনে কি রোগ হয় – ?
ঊত্তর :- কুশিং রোগ

13. IAA বা ইন্ডল এসেটিক এসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম ?
ঊত্তর :- অক্সিন

14. থাইরক্সিন এর গঠনগত উপাদান কোনটি ?
ঊত্তর :- আয়রন

15. কোনটি মিশ্র গ্রন্থি ?
ঊত্তর :- অগ্ন্যাশয়

16. ক্যালসিয়াম বিপাকে সাহায্যকারী হরমোন হলো ?
ঊত্তর :- থাইরক্সিন

17. বীজ হীন ফল উৎপাদনের সাহায্য করে – ?
ঊত্তর :- অক্সিন

18. কোন হরমোন কে এন্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?
ঊত্তর :- ইনসুলিন

19. ক্লোরোফিল হলো প্রকৃতিতে প্রাপ্ত চিলেট যৌগ যার কেন্দ্রীয় মৌলটি হলো – ?
ঊত্তর :- লোহা

20. ঘরের উষ্ণতায় তরল থাকে এমন একটি অধাতু হলো ?
ঊত্তর :- ব্রোমিন

21. ইলেকট্রিক বাল্বে সাধারণত কোন গ্যাস থাকে ?
ঊত্তর :- নাইট্রোজেন

22. কাপড় কাচার সোডার সাধারণ নাম কি ?
ঊত্তর :- সোডিয়াম কার্বনেট

23. কোয়ার্টজ ক্রিস্টাল রাসায়নিক ভাবে হলো – ?
ঊত্তর :- সিলিকন ডাইঅক্সাইড

24. কোনটি গ্রীন হাউস গ্যাস নয় – ?
ঊত্তর :- হাইড্রোজেন

25. পৃথিবীতে প্রাপ্ত কঠিনতম পদার্থটি হলো – ?
ঊত্তর :- হীরে

আগের পর্ব:

Common GK Question &Answers in Bengali Part 02

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!