History SAQ Question And Answer in Bengali Part-03

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি History SAQ Question And Answer in Bengali Part-03-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট 25টি ভারতের ইতিহাস প্রশ্নোত্তর, যা আসন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব গুলি ভালো করে পড়ে ইতিহাস বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

ইতিহাসের প্রশ্নোত্তর

1. বৌদ্ধ পরিষদের তৃতীয় সমাবেশ কোন সালে সংঘটিত হয় ?
উত্তর :- 250 খ্রিষ্টপূর্ব

2. কোন গ্রন্থ কে বুক অফ ডিসিপ্লিন বলা হয় ?
উত্তর :- বিনয় পিটক

3. অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নিম্নের কোনটি ?
উত্তর :- সৎ বাক্য/সৎ কর্ম/সৎ সংকল্প সবগুলি

4. গৌতম বুদ্ধের নির্বাণ ঘটনাটির প্রতীক টি কি ?
উত্তর :- বোধিবৃক্ষ

5. মহাবীর বা বর্দ্ধমান এর প্রতীক কি ছিল ?
উত্তর :- সিংহ

6. প্রথম কোন অক্ষত্রিয় বংশ যারা 100 বছর রাজত্ব করেছিল ?
উত্তর :- নন্দ বংশ

7. কোন সম্রাট কে – ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী – বলা হয় ?
উত্তর :- মহাপদ্ম নন্দ

8. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
উত্তর :- তক্ষশীলা

9. কোন মহাজনপদের বর্তমান নাম বুদেলখন্ড অঞ্চল ?
উত্তর :- চেদি

10. কোশল মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
উত্তর :- শ্রাবন্তী

11. বৈদিক যুগে ভোরের দেবতা নামে কে পূজিত হতো?
উত্তর :- ঊষা

12. ঋকবেদের কততম মন্ডলে দশটা রাজার যুদ্ধ সম্পর্কে জানতে পারি ?
উত্তর :- সপ্তম মন্ডল

13. কোন সম্রাট কে আলোকিত স্বৈরশাসক বলা যেতে পারে ?
উত্তর :- আকবর

14. কে জাবতি ব্যবস্থা চালু করেছিলেন ?
উত্তর :- রাজা টোডর মল

15. 1802 সালে বেসিনের চুক্তি নিম্নের কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর :- ব্রিটিশ এবং দ্বিতীয় বাজীরাও

16. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড ওয়ারেন হেস্টিংস

17. গৌতম বুদ্ধের জন্ম হয় কোন সালে?
উত্তর :- 563 BC

18. কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য

19. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?
উত্তর :- কালিদাস

20. ভারতের শেষ গভর্নর জেনারেল এবংপ্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং

21. মহাবলিপুরোমের পঞ্চরথ নির্মাণ করে কোন সাম্রাজ্য ?
উত্তর :- পল্লব

22. জয়পুরের নেহরগড় দুর্গ কোন সালে স্থাপন করা হয় ?
উত্তর :- 1734

23. মহাত্মা গান্ধী 1942 সালে নিম্নের কোন স্থান থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন ?
উত্তর :- আগস্ট ক্রান্তি ময়দান

24. কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর :- জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড

25. জাফরনামা – গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- গুরু গোবিন্দ সিং

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!