History SAQ For Competitive Exams Part 01

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি History SAQ For Competitive Exams in Bengali Part 01-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট 25টি ভারতের ইতিহাস প্রশ্নোত্তর, যা আসন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব গুলি ভালো করে পড়ে ইতিহাস বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

ইতিহাস প্রশ্নোত্তর

1. কৈবত্য বিদ্রোহ কার আমলে শুরু হয় ?
উত্তর :- দ্বিতীয় মহীপাল

2. কার আমলে জীমূতবাহন দায়ভাগ রচনা করেন ?
উত্তর :- রাম পাল

3. কার আমলে মালদহের কাছে গৌড় নগরীর পত্তন হয় – ?
উত্তর :- বল্লাল সেন

4. রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন – ?
উত্তর :- দন্তিদূর্গ

5. কোন রাজার উপাধি ছিল পরম ভাগবত ?
উত্তর :- লক্ষণ সেন

6. পবতদূত – কে রচনা করেছিলেন ?
উত্তর :- ধোয়ী

7. বখতিয়ার খলজী কার আমলে বাংলা আক্রমন করেন ?
উত্তর :- লক্ষণ সেন

8. প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর :- মিহির ভোজ

9. রাষ্ট্রকূট বংশের মাতৃভাষা কি ছিল ?
উত্তর :- কন্নড়

10. ইলোরার বিখ্যাত শিবমন্দির – কৈলাসনাথের মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর :- প্রথম কৃষ্ণ

11. রামেশ্বরমে কৃষ্ণেশ্বর মন্দির নির্মাণ করেন ?
উত্তর :- তৃতীয় কৃষ্ণ

12. ঐতিহাসিক পঞ্চমুখ কাকে দক্ষিণের অশোক নামে অভিহিত করেন ?
উত্তর :- প্রথম অমোঘবর্ষ

13. জৈন পন্ডিত জীনাসেনের রচিত গ্রন্থটি হলো ?
উত্তর :- পার্শ্ব অভ্যুদয়

14. কার মৃত্যুর পর রাষ্ট্রকূট বংশের পতন ঘটে ?
উত্তর :- তৃতীয় কৃষ্ণ

15. জাগির শব্দটি নিম্নের কোন সমাজের অন্তর্ভুক্ত ?
উত্তর :- রাজপুত

16. অঙ্করভাটের মন্দির কে নির্মাণ করেন ?
উত্তর :- দ্বিতীয় সূর্যবর্মন

17. রাজপুত চিত্রকলায় নিম্নের কোনটির প্রসার ঘটে – ?
উত্তর :- মেবার/বিকানির/জয়পুর/সবগুলির

18. চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর :- বিজয়ালয়

19. মদিরাই কোন্ড উপাধি ছিল নিম্নের কোন শাসকের ?
উত্তর :- প্রথম প্রান্তক

20. সঙ্গম তবর্ত – উপাধি ছিল নিম্নের কার?
উত্তর :- কুলোতুঙ্গ

21. চোল আমলে মন্দিরের দেওয়ালে বিরাট বিরাট তোরণগুলিকে কি বলা হত ?
উত্তর :- গোপুরম

22. গঙ্গোইকোন্ডা উপাধি গ্রহণ করেন নিম্নের কোন শাসক ?
উত্তর :- প্রথম রাজেন্দ্র চোল

23. হজরত মহম্মদ মক্কাতে কোন সালে ইসলাম ধর্মের প্রবর্তন করেন বলে মনে করা হয় ?
উত্তর :- 622 সালে

24. সুলতান মামুদ প্রায় কতবার ভারতকে আক্রমন করেন ?
উত্তর :- 17 বার

25. সুলতান মামুদ তার কততম আক্রমনের সময় সোমনাথ মন্দির লুঠ করেন ?
উত্তর :- 16 তম

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!