জানুন: ভারতীয় ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সাথে সাথে শেয়ার করছি ভারতীয় ভূগোলের ২৫টি প্রশ্ন ও উত্তর-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট ২৫টি ভূগোল থেকে প্রশ্ন, যা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ভূগোলের প্রশ্নোত্তর পর্ব গুলিতে প্রতিনিয়ত পড়ে ভূগোল বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই ও সমৃদ্ধ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

Geography Question And Answer

ভারতে তুলা চাষ কোন মাটিতে সবথেকে ভালো হয় ?
উত্তর :- কৃষ্ণ মৃত্তিকা

লিগনাইট হলো __ এর একটি প্রকৃতি ?
উত্তর :- কয়লা

এক শৃঙ্গ গন্ডার নিম্নের কোথায় কোথায় পাওয়া যায় ?
উত্তর :- পশ্চিমবঙ্গ ও আসাম

আরাবল্লী ও বিন্ধ্য রেঞ্জের মাঝে কোন মালভূমি অবস্থিত – ?
উত্তর :- মালওয়া মালভূমি

গ্রীন ইনডেক্স প্রকাশ নিম্নের কোন সংস্থা ?
উত্তর :- UNEP

কেন, বেতোয়া এবং চম্বল নদী গুলি কোন নদীর সাথে মিশেছে ?
উত্তর :- যমুনা

ভারতে প্রজেক্ট টাইগার কোন সালে শুরু হয় ?
উত্তর :- 1973

ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে ?
উত্তর :- বাংলাদেশ

বিশ্ব বিখ্যাত সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত – ?
উত্তর :- ইউএসএ

আন্টার্কটিকায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষনা কেন্দ্র টি হল ?
উত্তর :- দক্ষিণ গঙ্গোত্রী

কোন স্থানকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উত্তর :- কোয়েম্বাটুর

কুকি উপজাতি – কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
উত্তর :- মণিপুর

অর্থের দিক থেকে, কোন মশলা ভারত থেকে সবথেকে বেশি পরিমাণে রপ্তানি হয় ?
উত্তর :- শুকনো লাল লঙ্কা

IR-20 এবং RATNA – এগুলো কিসের ভ্যারাইটি ?
উত্তর :- ধান

থার্মাল পাওয়ার প্রজেক্টের সাপেক্ষে কোনটি সঠিক জোড় ?
উত্তর :- কাওয়াস – গুজরাট

ইন্দিরা গান্ধী টানেল কোন নদী থেকে জল পায় ?
উত্তর :- সুতলেজ ও বিয়াস

তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?
উত্তর :- ভাগীরথী

ভারতে সবথেকে বেশি লিগনাইট উৎপাদিত হয় কোন রাজ্যে ?
উত্তর :- তামিলনাড়ু

কোন শহরে হিন্দুস্তান মেশিন এন্ড টুল ইন্ডাস্ট্রি অবস্থিত ?
উত্তর :- বেঙ্গালুরু

1936 সালে ভারতের প্রথম কোন ন্যাশনাল পার্ক স্থাপিত হয় ?
উত্তর :- হেইলি ন্যাশনাল পার্ক

নাথপা ঝাকরি পাওয়ার প্রজেক্ট নিম্নের কোথায় অবস্থিত ?
উত্তর :- হিমাচল প্রদেশ

ক্যালশিয়াম সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত ?
উত্তর :- পেডোক্যাল

পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কী কারণে বিখ্যাত ?
উত্তর :- কয়লা

অভ্রের বৃহত্তম খনি কোথায় রয়েছে ?
উত্তর :- ভারত

নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে – ?
উত্তর :- কৃষ্ণা

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!