Common GK Question &Answers in Bengali Part 02

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Common GK Question &Answers in Bengali Part 02 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।

Common GK

01. কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল – ?
ঊত্তর :- 1984

02. কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ – ?
ঊত্তর :- ক্যান্টিলিভার ব্রিজ

03. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
ঊত্তর :- স্যার ডেভিড অক্টারলোনি

04. বর্তমান ভারত – কে রচনা করেন ?
ঊত্তর :- স্বামী বিবেকানন্দ

05. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
ঊত্তর :- বোম্বে

06. প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হন ?
ঊত্তর :- আরতি সাহা

07. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন – ?
ঊত্তর :- সুভাষচন্দ্র বসু

08. বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল – ?
ঊত্তর :- 1935

09. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন – ?
ঊত্তর :- স্যার গুরুদাস বন্দোপাধ্যায়

10. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছিলেন – ?
ঊত্তর :- মঞ্জুলা চেল্লুর

11. বরবুদুর এর স্তুপ কোন দেশে অবস্থিত ?
ঊত্তর :- ইন্দোনেশিয়া

12. কলকাতা করপোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
ঊত্তর :- দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত

13. 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে – ?
ঊত্তর :- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

14. কলকাতা করপোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ঊত্তর :- 1876

15. ফোর্ট উইলিয়াম দুর্গ টি কার নামে নির্মিত – ?
ঊত্তর :- রাজা তৃতীয় উইলিয়াম

16. কলকাতা বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় – ?
ঊত্তর :- 1857

17. লেভ কোন দেশের মুদ্রা ?
ঊত্তর :- বুলগেরিয়া

18. পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠিত হয়েছিল ?
ঊত্তর :- 1967

19. পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর টি হলো ?
ঊত্তর :- আটলান্টা

20. পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে – ?
ঊত্তর :- শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়

21. সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA) কোন দেশের গোয়েন্দা সংস্থা – ?
ঊত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্র

22. ইন্টারফ্যাক্স – সংবাদসংস্থা টি কোন দেশের ?
ঊত্তর :- রাশিয়া

23. মাথরুভূমি হলো ভারতের দ্বিতীয় সর্বাধিক পঠিত __ পত্রিকা ?
ঊত্তর :- মালয়ালম

24. দক্ষিণের ব্রিটেন বলা হয় কোন দেশ কে ?
ঊত্তর :- নিউজিল্যান্ড

25. নিম্নের কোন দেশ কে বায়ুকলের দেশ বলা হয় ?
ঊত্তর :- নেদারল্যান্ড

আগের পর্ব:
❍  Mixed জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-০১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!