Bengali GK Question & Answers Part 06

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি Bengali GK Question & Answers Part 06 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।

Important GK

০১. PM-KUSUM প্রকল্পের উদ্দেশ্য হলো ?
ঊত্তর :- ডিজেল ও কেরোসিনের উপর কৃষকদের নির্ভরতা দূর করা এবং সৌর শক্তিতে পাম্প সেট সংযুক্ত করা

০২. পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত ?
ঊত্তর :- 4.5 থেকে 5 লিটার

০৩. সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান ?
ঊত্তর :- 1984 সালে

০৪. নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল ?
ঊত্তর :- চোল

০৫. কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান ?
ঊত্তর :- মিথেন এবং কার্বন ডাই অক্সাইড

০৬. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ?
ঊত্তর :- আসাম

০৭. সবচেয়ে বেশি ভিটামিন C সমৃদ্ধ ফল কোনটি – ?
ঊত্তর :- কমলালেবু

০৮. লতা মুঙ্গেশকর আওয়ার্ড চালু করলো কোন রাজ্য সরকার ?
ঊত্তর :- মধ্যপ্রদেশ

০৯. জিতল মুদ্রা কি দিয়ে তৈরি হয় – ?
ঊত্তর :- তামা

১০. কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় ?
ঊত্তর :- 6 টি

১১. রাশিয়ার চিঠি – গ্রন্থটি কার লেখা ?
ঊত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর

১২. ব্রহ্মপুত্র এর উপনদী ?
ঊত্তর :- সূবর্ণসিঁড়ি

১৩. কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ সবথেকে ভালো হয় – ?
ঊত্তর :- 35℃

১৪. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
ঊত্তর :- টোকোফেরল

১৫. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প হলো – ?
ঊত্তর :- পাট শিল্প

১৬. ভারপ্রাপ্ত ছাড়া ভারতের একাদশতম রাষ্ট্রপতি হলেন ?
ঊত্তর :- এ পি জে আব্দুল কালাম

১৭. দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত ?
ঊত্তর :- রাজস্থান

১৮. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?
ঊত্তর :- বল্লভ ভাই প্যাটেল

১৯. কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত ?
ঊত্তর :- লাখনৌ

২০. ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত ?
ঊত্তর :- পুনা

২১. কত তম সংশোধনীর মাধ্যমে সিকিম 1975 সালে 22 তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ?
ঊত্তর :- 36 তম

২২. ছত্তিশগড় রাজ্য টি কোন রাজ্য ভেঙে তৈরি হয় – ?
ঊত্তর :- মধ্যপ্রদেশ

২৩. গঙ্গা নদীর জল বিভাজন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয় ?
ঊত্তর :- 1996

২৪. কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করে ?
ঊত্তর :- মধ্যপ্রদেশ

২৫. ছত্তিশগড় রাজ্যটি কোন সালে আত্মপ্রকাশ করে ?
ঊত্তর :- 2000

আগের পর্ব:

All Exam GK Question & Answers in Bengali Part 05

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!