Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি All Exam GK Question & Answers in Bengali Part 05 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।
ALL Exam GK
০১. টেট্রাইথাইল লেড নিম্নের কোনটি হিসেবে ব্যবহৃত হয় ?
ঊত্তর :- পেট্রোল অ্যাডিটিভ
০২. লুব্রিক্যান্ট হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় – ?
ঊত্তর :- গ্রাফাইট
০৩. সি ড্রাইভাররা নাইট্রোজেনের পরিবর্তে নিম্নের কোন গ্যাসটি ব্যবহার করে শ্বাস-প্রশ্বাসের জন্য ?
ঊত্তর :- হিলিয়াম
০৪. সিলিকন কার্বাইড নিম্নের কোন কাজে ব্যবহৃত হয় ?
ঊত্তর :- খুব কঠিন পদার্থ কে কাটতে
০৫. সমুদ্রের জলের গড় লবনাক্তের পরিমান হলো – ?
ঊত্তর :- 3.5%
০৬. রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে ?
ঊত্তর :- ভারতের উপরাষ্ট্রপতি
০৭. Overhead – শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ঊত্তর :- বাস্কেটবল
০৮. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
ঊত্তর :- লর্ড ক্যানিং
০৯. নিম্নের কোন আন্দোলনের পর মহাত্মা গান্ধী জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পায় ?
ঊত্তর :- অসহযোগ আন্দোলন
১০. বৃহৎসংহিতা – গ্রন্থটির রচয়িতা কে ?
ঊত্তর :- বরাহমিহির
১১. রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
ঊত্তর :- হিমাচল প্রদেশ
১২. রক্তবাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন প্রোটিন – ?
ঊত্তর :- হেপারিন
১৩. প্রাকৃতিক রবার কে শক্ত করতে কি মেশানো হয় ?
ঊত্তর :- সালফার
১৪. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত – ?
ঊত্তর :- ছত্তিশগড়
১৫. বোকারো ইস্পাত প্লান্ট নির্মিত হয়েছিল কোন দেশের সাহায্যে ?
ঊত্তর :- সোভিয়েত ইউনিয়ন
১৬. অসম রাজ্যটি কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
ঊত্তর :- 7 টি
১৭. ভারতবর্ষে কোন রাজ্য সর্বাধিক কয়লা উৎপাদন করে ?
ঊত্তর :- ঝাড়খন্ড
১৮. ভাবা এটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয় – ?
ঊত্তর :- 1954
১৯. রাজ্যপাল কে শপথ গ্রহণ করান কে ?
ঊত্তর :- হাইকোর্টের প্রধান বিচারপতি
২০. সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার রচনা – ?
ঊত্তর :- আর্যভট্ট
২১. আগাখান কাপ কোন খেলার সাথে যুক্ত ?
ঊত্তর :- হকি
২২. সোমপ্রকাশ – পত্রিকার সম্পাদক ছিলেন ?
ঊত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৩. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
ঊত্তর :- ওড়িশা
২৪. সংবিধানের __ ইউনিয়ন নির্বাহীর সাথে চুক্তি করে ?
ঊত্তর :- পার্ট – 5
২৫. রাষ্ট্রপতির নির্বাচনে কে ভোট দিতে পারেন ? 1. সংসদের উভয় কক্ষের মনোনীত সদস্য 2. রাজ্য বিধানসভার মনোনীত সদস্য 3. রাজ্য আইন পরিষদের মনোনীত সদস্য
ঊত্তর :- উপরের কেউই না
আগের পর্ব: