Geography Question And Answer in Bengali Part-06

Posted on:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সাথে সাথে শেয়ার করছি Geography Question And Answer in Bengali Part 06-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট ২৫টি ভূগোল থেকে প্রশ্ন, যা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ভূগোলের প্রশ্নোত্তর পর্ব গুলিতে প্রতিনিয়ত পড়ে ভূগোল বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই ও সমৃদ্ধ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

Geography Question And Answer

আন্দামান ও নিকবর কে পৃথক করেছে – ?
উত্তর :- 10° চ্যানেল

শাহদল ও নেপানগরে কোন শিল্প গড়ে উঠেছে – ?
উত্তর :- পেপার ও পাল্প ইন্ডাস্ট্রি

Masai উপজাতি পৃথিবীর কোথায় দেখা যায় ?
উত্তর :- পূর্ব আফ্রিকা

বিশ্বে সবথেকে বেশি কফি উৎপাদিত হয় __ – এ ?
উত্তর :- ব্রাজিল

বিশ্ব জল দিবস কত তারিখে পালিত হয় ?
উত্তর :- 22 মার্চ

আয়তন অনুযায়ী কোন রাজ্য টি ভারতে শীর্ষস্থান অধিকার করে ?
উত্তর :- রাজস্থান

হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- মুসি নদী

আঙ্কলেশ্বর বেসিন তৈল ক্ষেত্র টি কোথায় অবস্থিত ?
উত্তর :- গুজরাট

ভারত কত গুলি পোস্টাল জোনে বিভক্ত – ?
উত্তর :- 9 টি

রেল কোচ ফ্যাক্টরি নিম্নের কোথায় অবস্থিত ?
উত্তর :- কাপুরথাল

মাউন্ট সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?
উত্তর :- ইউএস

Wild Ass Sanctuary – ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- গুজরাট

নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- গোরখপুর

পশ্চিম ঘাট আর কি নামে পরিচিত – ?
উত্তর :- সহাদ্রি

কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ টি হল ?
উত্তর :- গডুইন অস্টিন

ভেম্বনাদ হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর :- কেরল

ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র টি হল ?
উত্তর :- ঝরিয়া কয়লাক্ষেত্র

বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর :- 5 জুন

বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত বিশ্বের কত শতাংশ আয়তন অধিকার করে ?
উত্তর :- 2.4%

বিয়াস প্রজেক্ট কোন কোন রাজ্যের যৌথ প্রয়াসে তৈরি ?
উত্তর :- পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান

নাগার্জুন সাগর বাঁধ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত – ?
উত্তর :- কৃষ্ণা নদী

দামোদর নদী টি কার শাখা নদী – ?
উত্তর :- হুগলি নদী

CGWB এর পুরো কথা কি ?
উত্তর :- সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড

কোন গ্রহ Watery Planet বলা হয় ?
উত্তর :- পৃথিবী

সুন্দরবন কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এটির _ এর জন্য ?
উত্তর :- ম্যানগ্রোভ অরণ্য ও জীববৈচিত্র্য

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!