নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সাথে সাথে শেয়ার করছি Exam Special Geography Question And Answer in Bengali Part 01-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট ২৫টি ভূগোল থেকে প্রশ্ন, যা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ভূগোলের প্রশ্নোত্তর পর্ব গুলিতে প্রতিনিয়ত পড়ে ভূগোল বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই ও সমৃদ্ধ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।
Geography Question And Answer
- 23.5° উত্তর অক্ষাংশকে কোন রেখা বলা হয় ?
উত্তর :- কর্কটক্রান্তি রেখা - পৃথিবীর ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপের পরিমান হলো ?
উত্তর :- 1013.2 মিলিবার - কোন দেশের উপর দিয়ে নিরক্ষীয় রেখা এবং মকরক্রান্তীয় রেখা উভয়ই গেছে ?
উত্তর :- ব্রাজিল - সুন্দা ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরতম স্থান ?
উত্তর :- ভারত মহাসাগর - কোন মহাসাগরের আয়তন সর্বনিম্ন ?
উত্তর :- লোহিত সাগর - পুলিকট হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু - কোনটি সক্রিয় আগ্নেয়গিরি ?
উত্তর :- সিসিলি - সমুদ্রের কোন কার্যের ফলে প্রাচীর দ্বীপ গঠিত হয় ?
উত্তর :- সঞ্চয় কার্য - সমুদ্র জলে শতকরা কোন উপাদানটি বেশি থাকে ?
উত্তর :- ক্লোরাইড - থার্মাল কন্ট্রাকসন তত্ত্বটি কার ?
উত্তর :- জেফরি - কোনটি ক্ষয়জাত পর্বত ?
উত্তর :- পূর্বঘাট - হিমালয় হলো এক ধরনের __ পর্বতের উদাহরণ ?
উত্তর :- ভঙ্গিল - ম্যাকিনলে পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালার ?
উত্তর :- আলাস্কা - আর্মেনিয় গ্রন্থিটি কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর :- এশিয়া - কর্ণাটকের মালভুমির মালনাদ কোন প্রকৃতির মালভূমি ?
উত্তর :- ব্যবচ্ছিন্ন - বায়ু দ্বারা সঞ্চয়ের ফলে গঠিত ভুমিরূপটি হলো ?
উত্তর :- 01. স্যান্ড ডিউন্স 02. বারখান 03. সেইফ সবগুলি - ফরমোসা প্রণালী কোথায় অবস্থিত ?
উত্তর :- ‘তাইওয়ান ও চীন - আমাজন রেন ফরেস্ট থেকে বিশ্বের কত শতাংশ অক্সিজেন পাওয়া যায় ?
উত্তর :- ‘20% - আলপাইন রেখা কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর :- ইতালি ও ফ্রান্স - সেইগফ্রায়েড লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর :- জার্মানি ও ফ্রান্স - কোন দেশের রেলওয়ে নেটওয়ার্ক বৃহত্তম ?
উত্তর :- আমেরিকা - সমান উষ্ণতাবিশিষ্ট স্থানের ওপর দিয়ে যাওয়া কাল্পনিক রেখাকে কি বলে ?
উত্তর :- আইসোথার্ম - গড় শীতকালীন তাপমাত্রা বিশিষ্ট অঞ্চলের ওপর দিয়ে যাওয়া কাল্পনিক রেখাকে কি বলে ?
উত্তর :- আইসোচেম - করাচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- সিন্ধু - কোন দেশের মুদ্রা হলো রূপীয়া ?
উত্তর :- ইন্দোনেশিয়া