নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সাথে সাথে শেয়ার করছি Geography Question And Answer in Bengali Part 05-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট ২৫টি ভূগোল থেকে প্রশ্ন, যা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ভূগোলের প্রশ্নোত্তর পর্ব গুলিতে প্রতিনিয়ত পড়ে ভূগোল বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই ও সমৃদ্ধ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।
Geography Question And Answer
ভূপেন হাজারিকা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- অসম
সুবর্ণরেখা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?
উত্তর :- ছোটনাগপুরের মালভূমি
নং-থরাই পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- ত্রিপুরা
বাইকম হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- অরুণাচল প্রদেশ
কুন্নুর শৈলশহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু
চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- পশ্চিমবঙ্গ
বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর :- পোর্ট ব্লেয়ার
সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর :- লখনৌ
UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যন্তর মন্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- নতুন দিল্লী
বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত ?
উত্তর :- হরিয়ানা
আন্তর্জাতিক অর্বিট্রেশন সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে ?
উত্তর :- নতুন দিল্লী
কোনারকের সান টেম্পল বা সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- ওড়িশা
ইস্টার্ন হিমালয়ান সাব-রিজিয়নে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম ?
উত্তর :- নামদাফা ন্যাশনাল পার্ক
স্কাই রিভার নামে কোন নদী পরিচিত ?
উত্তর :- ব্রহ্মপুত্র
মেরিনার – 2 মহাকাশযানটি কোন দেশ প্রেরণ করে ?
উত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্র
কোন গ্রহের উপগ্রহ হলো টাইটান ?
উত্তর :- শনি
দুধসাগর জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- কর্ণাটক
অন্ধ্রপ্রদেশের কুর্নুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- তুঙ্গভদ্রা
ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর :- বেরেইলি
তাদবা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- মহারাষ্ট্র
নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- জয়পুর
প্রথম মেট্রো রেলওয়ে কলকাতায় কোন সালে উদ্বোধন করা হয় ?
উত্তর :- 1984
ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন সালে স্থাপিত হয় ?
উত্তর :- 1875
নাহারকাটিয়া তৈল ক্ষেত্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- আসাম
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর :- পশ্চিমবঙ্গ