History Question And Answer In Bengali Part-02

Updated:
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now

Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি History Question And Answer In Bengali Part-02-এর আয়োজিত পর্বে থাকছে গুরুত্বপূর্ণ মোট 25টি ভারতের ইতিহাস প্রশ্নোত্তর, যা আসন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমাদের এই ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব গুলি ভালো করে পড়ে ইতিহাস বিষয়ে নিজের জ্ঞানকে যাচাই করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

History Q&A

গঙ্গোইকোন্ডা উপাধি গ্রহণ করেন নিম্নের কোন শাসক ?
উত্তর :- প্রথম রাজেন্দ্র চোল

হজরত মহম্মদ মক্কাতে কোন সালে ইসলাম ধর্মের প্রবর্তন করেন বলে মনে করা হয় ?
উত্তর :- 622 সালে

সুলতান মামুদ প্রায় কতবার ভারতকে আক্রমন করেন ?
উত্তর :- 17 বার

সুলতান মামুদ তার কততম আক্রমনের সময় সোমনাথ মন্দির লুঠ করেন ?
উত্তর :- 16 তম

দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ কত সালে সংঘটিত হয় – ?
উত্তর :- 1008 সালে

তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কোন সালে মহম্মদ ঘোরীকে পরাজিত করেন ?
উত্তর :- 1191

চান্দওয়ারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তর :- 1194

বাল রামায়ন – কার লেখা ?
উত্তর :- ‘রাজশেখর

পৃথ্বীরাজ বিজয় – কার লেখা?
উত্তর :- জয়নিক

আলম শাহ – কোন বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ?
উত্তর :- সৈয়দ বংশ

কোন শাসক টংকা ও জিতল মুদ্রার প্রচলন করেন ?
উত্তর :- ইলতুতমিস

বন্দেগান ই চাহেলগান – এ সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর :- 40 জন

কত সালে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেন ?
উত্তর :- 1266 সালে

নররোজ বা বসন্ত উৎসবের প্রচলন করেন নিম্নের কোন শাসক?
উত্তর :- গিয়াসউদ্দিন বলবন

তুর্কি কথায় খলজী শব্দের অর্থ কি ?
উত্তর :- যোদ্ধা

চৌহান রাজপুত রাজবংশের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- দিল্লী

প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর :- প্রথম নাগভট্ট

সর্বপ্রথম সোনার মুদ্রার প্রচলন কারা করে – ?
উত্তর :- ইন্দো-গ্রিক

সাতবাহন সাম্রাজ্যের দপ্তরের ভাষা কি ছিল ?
উত্তর :- প্রাকৃত

সাতবাহনদের রাজত্ব প্রায় কত বছর ধরে চলছিল ?
উত্তর :- 450 বছর

কততম শিলালিপি থেকে আমরা অশোকের কলিঙ্গ জয়ের কথা জানতে পারি ?
উত্তর :- ত্রয়োদশ

কান্দাহার শিলালিপি থেকে কোন সম্রাটের ধর্মনীতির সম্মন্ধে জানা যায় ?
উত্তর :- অশোক

বরাবর গুহা শিলালিপি থেকে অশোকের কোন উপাধির কথা জানা যায় ?
উত্তর :- প্রিয়দাসীরাজা

261 খ্রিষ্টপূর্বে কোন নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন ?
উত্তর :- দয়া

বৌদ্ধ পরিষদের প্রথম সমাবেশ কোন স্থানে সংঘটিত হয় ?
উত্তর :- রাজগীর

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Facebook Group Follow Now
error: Content is protected !!