Dear Students,
আজ তোমাদের সাথে শেয়ার করছি 2024 Bengali GK SAQ Question Part 04 প্রশ্ন গুলি সমস্ত বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের এই জিকে প্রশ্নোত্তরের পর্ব গুলি পড়ে যেকোনো চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন সম্পূর্ণ বিনামূল্যে।
SAQ Gk Question
01. ভারতের বোস্টন বলা হয় নিম্নের কোন স্থান কে ?
ঊত্তর :- আহমেদাবাদ
02. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন – ?
ঊত্তর :- উমেশচন্দ্র ব্যানার্জী
03. ফা হিয়েন কোন দেশ থেকে এদেশে আসেন – ?
ঊত্তর :- চীন
04. নারায়ণ কার্তিকেয়ন নিম্নের কোন ক্রীড়া ক্ষেত্রের একটি উজ্জ্বল নাম – ?
ঊত্তর :- ফর্মুলা ওয়ান
05. কোন সালে এ আর রহমান কে অস্কার পুরস্কারে সম্মানিত করা হয় – ?
ঊত্তর :- 2009
06. ভারতীয় ওয়ান ডে ক্রিকেটের প্রথম অধিনায়ক কে হন ?
ঊত্তর :- অজিত ওয়াদেকার
07. অভিনব বিন্দ্রা কোন সালের অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ গোল্ড মেডেল জেতেন ?
ঊত্তর :- 2008
08. ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন – ?
ঊত্তর :- কিরণ বেদী
09. উইপ্রো সংস্থাটি মূলত কোন দেশের ?
ঊত্তর :- ভারত
10. অপারেশন সহযোগ (2018) নিম্নের কোনটির সাথে সম্পর্কিত – ?
ঊত্তর :- কেরলের বন্যাপ্লবিত অঞ্চলের উদ্ধারকার্য
11. নিম্নের কোনটি তরুণাস্থি সংক্রান্ত বিদ্যা – ?
ঊত্তর :- Chondrology
12. ভারতের শেক্সপিয়ার নামে নিম্নের কে পরিচিত ছিলেন ?
ঊত্তর :- মহাকবি কালিদাস
13. এডাম স্মিথ কে নিম্নের কোন বিষয়ের জনক বলা হয় ?
ঊত্তর :- অর্থনীতি
14. অভয় ঘাট নিম্নের কোন ব্যক্তির সমাধিস্থল ?
ঊত্তর :- মোরারাজি দেশাই
15. ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চলটি হলো – ?
ঊত্তর :- লাদাখ
16. 2011 সেনসাস অনুযায়ী সর্বোচ্চ জনঘনত্ববিশিষ্ট রাজ্যটি হলো – ?
ঊত্তর :- বিহার
17. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আরিনগর আন্না জুলজিক্যাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
ঊত্তর :- তামিলনাড়ু
18. আয়তনের সাপেক্ষে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো ?
ঊত্তর :- রাজস্থান
19. নভ সেবা বা জওহরলাল নেহেরু বন্দর নিম্নের কোথায় অবস্থিত ?
ঊত্তর :- মুম্বাই
20. ভারতের দ্রুতগামী ট্রেন গতিমান এক্সপ্রেস ঝাঁসির সাথে নিম্নের কোন স্থান কে সংযুক্ত করেছে ?
ঊত্তর :- দিল্লী
21. ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে নিম্নের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ?
ঊত্তর :- পুদুচেরী
22. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার ভারতের কোন রাজ্যে অবস্থিত – ?
ঊত্তর :- কাশ্মীর
23. ভিক্টরিয়া টার্মিনাস হলো _ শহরের অন্যতম বিখ্যাত রেলওয়ে স্টেশন – ?
ঊত্তর :- মুম্বাই
24. গোবিন্দ বল্লভপন্থ সাগর হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত – ?
ঊত্তর :- উত্তরপ্রদেশ
25. আন্দিজ পর্বতমালা নিম্নের কোন মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণী – ?
ঊত্তর :- দক্ষিণ আমেরিকা
আগের পর্ব:
❍ Important GK Question & Answers in Bengali Part 03